ঢাকা, বুধবার   ২৪ সেপ্টেম্বর ২০২৫

রাবিতে আল্টিমেটাম দিয়ে শাটডাউন স্থগিত, শিক্ষকদের কর্মবিরতি অব্যাহত

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:২৬, ২৪ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১৬:৩৫, ২৪ সেপ্টেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চতুর্থ দিনের মতো চলা কমপ্লিট সার্টডাউন স্থগিতের ঘোষণা দিয়ে কর্মকর্তা-কর্মচারীরা সাত কর্মদিবসের আল্টিমেটাম দিয়েছে। তবে শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত ও হামলাকারীদের শাস্তির দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জনের কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা।

বুধবার দুপুরে শহীদ বুদ্ধিজীবী চত্বরে পৃথক প্রেস ব্রিফিংয়ে এ সিদ্ধান্ত জানানো হয়।

বেলা ১টায় অফিসার সমিতির সভাপতি মো. মোক্তার হোসেন প্রেস ব্রিফিং করেন। এ সময় তিনি বলেন, সকাল ১১টায় অফিসার সমিতির কার্যালয়ে কর্মকর্তা, সহায়ক, সাধারণ ও পরিবহন সমিতির প্রতিনিধিদের নিয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী, গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১২টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে অফিসার সমিতির দ্বি-পাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় প্রশাসনের পক্ষ থেকে দাবিসমূহ দ্রুত বাস্তবায়নের আশ্বাসের পরিপ্রেক্ষিতে বুধবার দুপুর ১টা থেকে চলমান ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিত ঘোষণা করা হলো।

আগামী ৭ কর্মদিবসের মধ্যে যদি দাবিসমূহ বাস্তবায়ন না হয় তাহলে পরবর্তীতে সকলকে নিয়ে বৃহত্তর কর্মসূচি গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

মোক্তার হোসেন আরও বলেন, প্রশাসনের সঙ্গে বৈঠকে আমাদের যে দাবি ছিল তা পূরণের আশ্বাস দেওয়া হয়েছে। সংগত কারণে আমরা আপাতত আমাদের শাটডাউন কর্মসূচি স্থগিত করলাম। প্রশাসনকে ৭ দিনের আল্টিমেটাম দেওয়া হয়েছে। আশা করছি, প্রশাসন এই সময়ের মধ্যে আমাদের দাবি বাস্তবায়ন করবেন। অন্যথায়, সাতদিন পর আমরা আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবো।

একই স্থানে ব্রিফিং করেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি প্রফেসর ড. আব্দুল আলীম। তিনি বলেন, ক্যাম্পাসে শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত ও শিক্ষকদের উপর হামলার জড়িতদের শাস্তি না হওয়া পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস-পরীক্ষা বর্জনের কর্মসূচী অব্যাহত রাখবে শিক্ষকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ক্লাসে ফিরবেন না।

তবে আলোচনার মাধ্যমে সেটি সমাধানের চেষ্টা চলছে বলে জানান উপ-উপাচার্য প্রফেসর ড. মাঈন উদ্দীন। তিনি বলেন, ক্লাস-পরীক্ষা বর্জনের বিষয়ে শিক্ষকদের সঙ্গে আলোচনা উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। দুপুরে শিক্ষকদের একটি অংশের সঙ্গে আলোচনা হয়েছে। অপর অংশকেও আলোচনায় ডাকা হয়েছে। তারা সময় দিলে আলোচনা হবে।

এর আগে দুপুর ১২টার দিকে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে কমপ্লিট সার্টডাউনের প্রতিবাদে ছাত্রশিবির মানববন্ধনের কর্মসূচী পালন করে। মানববন্ধন থেকে ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা ও রাকসু নির্বাচন দ্রুত করার দাবি জানান তারা। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারী দেয় ছাত্রশিবির।

গেল বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকাল পর্যন্ত রাকসু নির্বাচন নিয়ে উৎসবমুখর পরিবেশ ছিল ক্যাম্পাসে। প্রার্থীরা নানা কৌশলে প্রচারণায় ব্যস্ত ছিলেন। এর মধ্যে সেদিন সন্ধ্যায় বাতিল হয়ে যাওয়া পোষ্য কোটা ১০ শর্তে ফিরিয়ে আনে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর পর থেকে পোষ্য কোটা পুনর্বহালের প্রতিবাদে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা।

আন্দোলনের এক পর্যায়ে শনিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনে শিক্ষক-কর্মকর্তাদের সঙ্গে শিক্ষার্থীদের হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে রোববার শিক্ষক-কর্মকর্তারা লাঞ্ছিতকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে একদিনের পূর্ণদিবস কর্মবিরতি ঘোষণা করেন। 

সোমবার থেকে তারা অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি